• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ভোক্তাদের স্বস্তি: এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৫১ পিএম
ভোক্তাদের স্বস্তি: এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজারে। নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডার এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, “বিশ্ববাজারে প্রোপেন ও বিউটেনের দামের পরিবর্তনের কারণে এ মাসে দেশে এলপি গ্যাসের দাম সামঞ্জস্য করা হয়েছে।”

শুধু গৃহস্থালি নয়, যানবাহনচালকদের জন্যও এসেছে কিছুটা স্বস্তির খবর। অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছে, ফলে নভেম্বর মাসে মূসকসহ নতুন দাম দাঁড়িয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা

এর আগে, অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা প্রতি লিটার

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তরল গ্যাসের মূল্য কমায় এ সমন্বয় করা হয়েছে। তবে পরিবহন ব্যয় ও ডলার বিনিময় হার বিবেচনায় ভবিষ্যতে মূল্য স্থিতিশীল থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।


Side banner
Link copied!