• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:১১ পিএম
নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন না হওয়া পর্যন্ত একান্ত জরুরি কারণ ছাড়া দেশের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে—
ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী—কেউই অত্যাবশ্যকীয় পরিস্থিতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না। নির্বাচনকালীন সময় ব্যাংকিং ব্যবস্থার সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্দেশনা দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করে তা যাতে কঠোরভাবে মেনে চলা হয়, সে জন্য দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, এমডি ও সিইওদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।


Side banner
Link copied!