
কাশ্মীরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হলেন দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রাউত প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা। সঙ্গে সঙ্গে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়। জানা গিয়েছে, কাশ্মীরের পলহেলগাঁওতে দুই দক্ষিণী অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। দৃশ্যটি অত্যন্ত কঠিন ছিল। শুটিংয়ের সময় গভীর জলাশয়ে পড়ে যায় তাদের গাড়িটি। তখনই তাদের চোট লাগে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং। শুটিং উপস্থিত একজন জানান, দু'জনকে সঙ্গে সঙ্গে ডাল লেকের পাশের হোটেলে নিয়ে যাওয়া হয়।
আপনার মতামত লিখুন :