• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঐশ্বরিয়ার জাল পাসপোর্টসহ গ্রেফতার ৩


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:০১ পিএম
ঐশ্বরিয়ার জাল পাসপোর্টসহ গ্রেফতার ৩
ছবি - সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্টসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রদেশটির গ্রেটার নয়ডা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাৎয়, যে পাসপোর্টটি পুলিশ উদ্ধার করেছে তাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। এতে ঐশ্বরিয়ার ঠিকানা দেয়া হয়েছে গুজরাট। তার জন্ম তারিখ দেয়া হয়েছে ১৮ এপ্রিল ১৯৯০। তাই পুলিশ ধারণা করছে পাসপোর্টটি নকল।

আরও পড়ুন: কুরুচি আর অশ্লীল দৃশ্যসহ গানও নকল ‘বেশরম রং’

পলিশ জানায়, প্রাথমিক তদন্তেই একগুচ্ছ চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এসেছে।  ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি। গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি ওষুধের কোম্পানি চালান। ওষুধের ব্যবসার আড়ালেই লোক ঠকাচ্ছিলেন তারা। 

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতরা হলেন একি উফেরেমভুকওয়ে, ওকোলোই ড্যামিওন। যারা উভয়ই নাইজেরিয়ার বাসিন্দা এবং তৃতীয় ব্যক্তি অ্যাডউইন কলিনস, যিনি ঘানার বাসিন্দা। 

জানা গেছে, এ প্রতারক চক্র ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজেও প্রতারণা করেছে। তারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণা চালিয়ে আসছিল। এছাড়াও স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে প্রতারণা করেছিল তারা।
এবারই প্রথম নয়, এর আগে ২০১২ সালেও গুজরাট থেকে ঐশ্বরিয়ার নাম সহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। 

সূত্র: এনডিটিভি
 


Side banner
Link copied!