• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৯:১৮ পিএম
প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস
ছবি - সংগৃহীত

প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সিঙ্গাপুরে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।  দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক ভক্ত-অনুরাগী রয়েছে অপুর।
প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার উড়াল দিচ্ছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে।
জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এ ‘ঢালিউড কুইন’। এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে নতুন বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষা রয়েছে।


Side banner
Link copied!