বলিউডের বক্স অফিসে এখন একটিমাত্র নাম – “ধুরন্ধর”। রণবীর সিং ও অক্ষয় খান্নার জোড়া অভিনয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি চতুর্থ সপ্তাহে পা রাখার পরও দেশ-বিদেশ মিলিয়ে বাজিমাত করে চলেছে। ভারতের বক্স অফিসে আয় ইতিমধ্যেই ৬৬৮ কোটি রুপি অতিক্রম করেছে, আর বিশ্বজুড়ে ছাড়িয়েছে ১০২৬.৫ কোটি রুপি।
সদ্য মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের “তু মেরি মে তেরা মে তেরা তু মেরি” ও “অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ” ছবির সঙ্গে প্রতিযোগিতার মাঝেও “ধুরন্ধর” একরকম একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।
চতুর্থ সপ্তাহের শুরুতে কিছুটা আয়ের পতন ঘটলেও, শনিবার একদিনে তা পূরণ করে ২০.৫০ কোটি রুপি আয় করে ছবিটি। এর ফলে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৬৬৮ কোটি রুপি।
সেই তুলনায়, সদ্য মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ানের নতুন ছবিটি শনিবার আয় করে মাত্র ৫.২৫ কোটি রুপি। তিন দিন মিলিয়ে ছবিটি মোট ১৮.২৫ কোটি রুপি সংগ্রহ করেছে।
বৈশ্বিক হিসেবে ‘ধুরন্ধর’ ভারত থেকে ৮০১ কোটি রুপি এবং বিদেশ থেকে ২২৫ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ ২৩ দিনে সিনেমাটি ১০২৫ কোটি রুপির মাইলফলক পার করেছে।
বলিউডে এই ছবির সাফল্য এখন শুধু আয়েই নয়, দর্শক ও অনলাইন আলোচনাতেও একটি বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী শিল্পী, উত্তেজনাপূর্ণ গল্প এবং দর্শকদের ভালোবাসা মিললে বক্স অফিসে সত্যিকারের দারুণ ফলাফল আসতে পারে, তারই প্রমাণ “ধুরন্ধর”।
আপনার মতামত লিখুন :