• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ডেঙ্গু আরো ১০ জনের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৫৬ পিএম
ডেঙ্গু আরো ১০ জনের মৃত্যু

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৭১ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯০ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৮ হাজার ৭১৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ১০ জনের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে মারা গেছে। এ ছাড়া বরিশাল বিভাগে মৃত্যু তিনজনের। মৃত অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯৮৬ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৪ হাজার ৭২২ জন ছাড়পত্র পেয়েছে।


Side banner
Link copied!