 
           
  
   
           
           ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের পরপরের দুইবারের নির্বাচিত ইউপি সদস্য লোকমান পাটোয়ারী।তিনি এই প্রতিবেদককে জানান জনগনের উন্নয়ন মূলক কাজ করাই আমার মূল লক্ষ্য তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে অধিক গুণে গুনান্বিত। ব্যক্তিগত জীবনে সৎ, নির্ভীক, জনদরদী এবং এলাকার গরীব দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত। তিনি সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বদাই উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন আমার এলাকার সম্মানিত ব্যক্তি বর্গরাই ভালো বলতে পারবেন এই বিষয়ে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কেমন উন্নয়ন করতেছি আমি আশা করি আমার দায়িত্ব কালে একটি আধুনিক ইউনিয়ন এর মধ্যে শ্রেষ্ঠ ওয়ার্ড উপহার দিবো। এলাকার উন্নয়নের গতি সঞ্চার করতে যা দরকার তা আন্তরিক ভাবে করে যাব। জানাযায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির পেশার মানুষের কাছে প্রশংসিত একটি নাম ঐ ওয়ার্ডে লোকমান পাটোয়ারী,বিশেষ করে এলাকার শান্তি প্রিয় নারী পুরুষের কাছে খুবই আপনজন।ঐ ৫নং ওয়ার্ডের জনগণের সেবায় যেন খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তিনি। এ কারনেই দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় নাম লোকমান পাটোয়ারী।
এলাকার যে কোন সমস্যা সমাধানে সবার আগে ঝাপিয়ে পড়েন তিনি।তিনি চান এলাকার জনগণের দ্বারগোড়ায় সেবা পৌছে দিতে। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে ক্ষুধা দারিদ্র মুক্ত মাধ্যম সারির দেশ হিসেবে বাংলাদেশ কে এগিয়ে নেওয়ার জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি।  প্রধানমন্ত্রীর পুত্র ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের অগ্রসৈনিক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ভূয়সী প্রশংসা করেন।লোকমান পাটোয়ারী বলেন আমাদের ইউনিয়নে আমরা একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছি তার নির্দেশে প্রতিটি এলাকায় দলমত নির্বিশেষে উন্নয়ন অব্যাহত থাকবে এটা আমার মূল। অদূর ভবিষ্যতেও জনগণের পাশে থেকে মৃত্যুর আগ মুহুর্ত শাসক নয় জনগণের সেবক হয়ে কাজ করতে চাই বলে জানান তিনি। তিনি বাল্যবিবাহ মাদকাসক্ত নিয়ন্ত্রনে এলাকায় ব্যাপক ভূমিকা পালন করে আসছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজরদারিত আছেন।
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :