
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজল তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের খাকান্দা নাজিরপুর গ্রামের রাজ্জাক তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গত দুদিন আগে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুলতান মাতুব্বর এবং ইয়াকুব মাতুব্বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়ি ও দোকান ভাঙচুর, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিলন কসাই বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সজল তালুকদারকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সজল তালুকদার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি। রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :