বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান ।
বুধবার ( ১ অক্টোবর ) সকালে এসএস রোড, মুজিব সড়ক,কালিবাড়ি, বাহিরগোলা ও গোশালা রোডসহ শহরের বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করেন। পুঁজা মন্ডবে আইনশৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে পুঁজা মন্ডব পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, যুবনেতা সুরুজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :