• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচনের আগেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে—দাবি সিইসির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:০১ পিএম
নির্বাচনের আগেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে—দাবি সিইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তিনি দাবি করেছেন, ভোটের আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।

বুধবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন—
“আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পারফেক্ট নয়। আমরা তা অস্বীকার করছি না। তবে প্রতিটি বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রস্তুত। নির্বাচনের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘাত, ভয়ভীতি ও ভোট প্রতিহতের হুমকি যেভাবে ছড়িয়ে পড়ছে—ইসি সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
সিইসি বলেন,“কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।”

নির্বাচন কমিশন সূত্রমতে, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনী সময়কালজুড়ে ৩৫ হাজারের বেশি বিজিবি সদস্য, পুলিশ, র‍্যাব ও আনসারের কয়েক লক্ষ সদস্য মাঠে থাকবে।

সিইসি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। তাদের আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”


Side banner
Link copied!