লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগের ঘটনায় মেধাবী কর্মকর্তারা উপেক্ষিত হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসপি নিয়োগ প্রক্রিয়ায় কেউ বঞ্চিত হয়নি। জেলা-ভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনটি ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মেধাবীদের কোনোভাবেই বাদ পড়ার সুযোগ ছিল না।”
উপদেষ্টা আরও বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। পুরোপুরি নির্মূল সম্ভব না হলেও সরকার তা কমিয়ে আনার চেষ্টা করছে। সড়কে চাঁদাবাজি নির্মূল না হলেও কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি জানান, ৬৪ জেলার এসপি নিয়োগে আগে দায়িত্বে থাকা ১৮ জন কর্মকর্তাকে পুনর্বিন্যাসের পর বাকি পদগুলো লটারির মাধ্যমে বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে এসপি নিয়োগের লটারি সম্পন্ন করে সরকার।
আপনার মতামত লিখুন :