• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

‘নতুন রাজনৈতিক অ্যালায়েন্স আসছে’—তৃতীয় শক্তির জোট গঠনের ঘোষণা এনসিপির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:০৬ পিএম
‘নতুন রাজনৈতিক অ্যালায়েন্স আসছে’—তৃতীয় শক্তির জোট গঠনের ঘোষণা এনসিপির

তরুণ রাজনৈতিক শক্তি তৈরির প্রতিশ্রুতি নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এক রাজনৈতিক অ্যালায়েন্স গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিশ্চিত করেছেন যে বিএনপি–জামায়াতের বাইরে একটি সম্পূর্ণ নতুন জোট খুব শিগগিরই আত্মপ্রকাশ করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন—“দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। নতুন এই জোট জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। আমরা দুর্নীতি, সন্ত্রাস, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি—সব কিছুর বিরুদ্ধে রাজপথে থাকব।”

তিনি আরও দাবি করেন, নতুন এই জোট নারীর অধিকার, শিক্ষা সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং আলেম-ওলামাদের স্বার্থরক্ষায় কাজ করবে।
এনসিপি সমন্বয়ক বলেন—“এটি হবে সংস্কারমুখী, জনভাবধারার জোট। দেশের মানুষ চমক দেখতে চলেছে। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”


Side banner
Link copied!