• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

মোহাম্মদপুরে দুর্ধর্ষ চুরি,৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৭ পিএম
মোহাম্মদপুরে দুর্ধর্ষ চুরি,৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রের সদস্যরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও চার লাখ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে শাটার ও কেঁচিগেট ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান।


সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে কেঁচিগেটের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি দেখেন দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা।

তিনি বলেন, দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণ ও বন্ধক রাখা ২০ ভরি স্বর্ণ ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা, নগদ চার লাখ টাকা এবং স্বর্ণ কেনাবেচার রসিদসহ পুরো সিন্দুক নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।


লুট হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে বেশ কিছু সময় ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং একাধিক টিম চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে।
 


Side banner
Link copied!