• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

এমবাপ্পের জন্য ১৪২৬ কোটি টাকা প্রস্তাব দেবে রিয়াল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০২:০৭ পিএম
এমবাপ্পের জন্য ১৪২৬ কোটি টাকা প্রস্তাব দেবে রিয়াল
ছবি - সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে গুঞ্জন আবার উঠল। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফরাসি স্ট্রাইকার এমবাপ্পেকে কিনতে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) বড় অঙ্কের ফি প্রস্তাব করতে পারে রিয়াল মাদ্রিদ।
অঙ্কটাও জানিয়েছে মার্কা। তাদের তথ্যমতে, ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ১২ কোটি ইউরো (প্রায় ১ হাজার ৪২৬ কোটি টাকা) প্রস্তাব দিতে পারে স্প্যানিশ ক্লাবটি।
পাশাপাশি জার্মান সংবাদপত্র বিল্ড জানায়, এমবাপ্পেকে কেনার প্রকল্পটি এরই মধ্যে অনুমোদন দিয়েছে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদ। এই অঙ্কটা অবশ্য পিএসজির প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক কম। প্যারিসিয়ানরা তার জন্য ১৫ কোটি ইউরো চায়।
এরপরও রিয়ালের প্রস্তাবটা ফিরিয়ে দেয়া পিএসজির জন্য কঠিন হতে পারে। কেননা চলতি মৌসুম শেষ হলেই খেলোয়াড়টির সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং তখন তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়লে তাকে বিনা অর্থে ছাড়তে হবে। সেই ভয়ে এখন ১২ কোটিতেই তাকে বিক্রি করতে রাজি হওয়ার কথা পিএসজির।
দলবদলের আবেদন করার পরই পিএসজিতে এমবাপ্পের সময়টা কঠিন হয়ে ওঠে। তাকে প্রাক-মৌসুম সফরে নেয়া হয়নি। এমনকি নতুন মৌসুম সামনে রেখে তাকে মূল দলে অনুশীলনও করতে দেয়া হয়নি। লিগের প্রথম ম্যাচে তাকে স্ট্যান্ডে বসিয়ে রাখা হয়। গত সপ্তাহে তাকে অনুশীলনে ফেরানো হয়, শনিবার তুলুজের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচও খেলেছেন।
যদিও বিচ্ছেদের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। গ্রীষ্মের দলবদলের শেষ দিকে হয়তো ২৪ বছর বয়সী খেলোয়াড়টির নতুন ঠিকানা হবে স্যান্টিয়াগো বার্নাব্যু, যে ক্লাবটিতে যেতে গত কয়েকটি বছর ব্যাকুল ছিলেন তিনি। পিএসজি ছাড়তে না চাওয়ায় আশা পূরণ হয়নি মেসি ও রোনালদোর পর ফুটবলের সবচেয়ে বড় এই তারকার।

রেকর্ড ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ একজন ভালো মানের গোলস্কোরার খুঁজছে এবং এমবাপ্পেই হতে পারেন তাদের জন্য যুৎসই সমাধান। করিম বেনজেমা রিয়াল ছেড়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের আল ইত্তিহাদে। তার জায়গায় এমবাপ্পেকে কিনতে চায় লস ব্লাঙ্কোসরা।


Side banner
Link copied!