
সিরাজগঞ্জের এনায়েতপুরে বস্তা প্রতি ৪ কেজি চাল কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ব্যবসায়ীকে। এসময় আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শনিবার (২৫ মার্চ) সকালে এনায়েতপুর থানা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ। তিনি বলেন, শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এনায়েতপুর থানা বাজার এলাকায় পবিত্র রমজান উপলক্ষে বাজার অভিযান পরিচালিত হয়। এসময় মাছ, মাংস, মুরগী, মুদি দোকান, ফলের দোকান ও চাউলের দোকানে মনিটরিং করা হয়। মেসার্স আরাফাত নাইম চালের আড়ত ওজনে কারচুপি করছে এবং ৫০ কেজির চালের বস্তায় ৪৬.২২ কেজি ও ২৫ কেজির চালের বস্তায় ২৩.৩০ কেজি চাল বিক্রি করছে। এ অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেহেদী হাসান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা ও রবিউল খেজুর ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণ ও ভোক্তাদের সঙ্গে কোনও ধরনের প্রতারণা মেনে নেয়া হবে না। বাজার তদারকিকালে মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :