 
           
 
  -20240610100927.jpg) 
           
           নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনায় সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় তাদেরকে।
সোমবার (১০ জুন) দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
তিনি বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
 
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :