• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিলেট জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৩:২০ পিএম
সিলেট জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে সিলেট নগরের লালাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অ্যাডভোকেট মাহফুজুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ও সিলেটে মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।সেই মামলায় আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন লালাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


Side banner
Link copied!