• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:৪৭ পিএম
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

দেশের অরাজনৈতিক ইসলামী সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ চার দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে মায়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। সমাবেশের সার্বিক প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আগামী ৩ মে সকাল ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যা দুপুর ১টা পর্যন্ত চলবে।এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘বাংলাদেশকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, দেশপ্রেমিক শক্তি হিসেবে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটি সমর্থন করে না। এর নিন্দা জানায়।আমরা এর প্রতিবাদ জানাব।’

 

প্রসঙ্গত, জাতিসংঘের অনুরোধে শর্ত সাপেক্ষে মায়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

হেফাজতে ইসলামের তুলে ধরা চার দফা দাবি গুলো হলো—নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের (শেখ হাসিনার) আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘যে কমিশন কোরআন-সুন্নাহর বিরুদ্ধে সুপারিশ করতে পারে, বাংলাদেশের মানুষ সেই কমিশন মানে না।সংবিধানে বহুত্ববাদ নয়, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’

 

এদিন সকাল ৮টার দিকে মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জোন কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।


Side banner
Link copied!