• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, নাট্টু রুবেল গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৩০ পিএম
মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, নাট্টু রুবেল গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ রুবেল ওরফে নাট্টু রুবেল (৩০)।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শাহাবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেল ওরফে নাট্টু রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

তারা জানায়, গত ১৫ এপ্রিল ভোরের দিকে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন।তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে ইমরান খান সাকিব, নাট্টু রুবেল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারাল চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিবি পুলিশের নজরে আসে। ডিবি পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়।অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

 

মামলাটি রুজু হওয়ার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। আজ সোমবার বিকালে শাহাবাগ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল ওরফে নাট্টু রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 

রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ে জড়িত অপর একজনকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Side banner
Link copied!