• ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সীতাকুণ্ডে তেলের ডিপোতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:৩২ পিএম
সীতাকুণ্ডে তেলের ডিপোতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে দুর্ঘটনায় একজন নিহত ও আরো ৩ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফৌজদারহাটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতের বয়স আনুমানিক ৩৮।তার নাম পরিচয় জানা যায়নি। এ ছাড়া ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মীর আহমের (২৮) এবং মোস্তফা কামাল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফৌজদারহাট সিডিএ রাস্তার মাথা এলাকায় অবস্থিত মো. জামাল উদ্দিনের কালো তেলের ডিপোতে কাজ করার সময় এক শ্রমিক অসতর্কতাবশত ২০ ফুট গভীর কূপে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে কালো তেলের মধ্যে পড়ে যান আরো তিন শ্রমিক। তেলে পড়ার পর তাদের নাকে কালো তেল প্রবেশ করলে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, কালো তেলের ডিপোতে দুর্ঘটনায় চার শ্রমিক কর্মকর্তা গুরুতর আহত হলে আমরা রাত ৯টার দিকে তাদেরকে উদ্ধার করে চমেকে ভর্তি করাই। এদিকে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম নিশ্চিত হওয়া যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, তেলের ডিপোতে আহতদের রাত আনুমানিক ৯টার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন একজন মারা গেছেন। নিহতের বয়স আনুমানিক ৩৮।তার নাম পরিচয় জানা যায়নি। এ ছাড়া ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মীর আহমের (২৮) এবং মোস্তফা কামাল (৩৫)।


Side banner
Link copied!