
আজ শুক্রবার (২৩ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ছায়া জাতীয় আইনসভা অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনব্যাপী এ ছায়া জাতীয় আইনসভার আয়োজন করছে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস), চবি চ্যাপ্টার ও লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
আইন শিক্ষার্থীরা সংসদ সদস্যের ভূমিকায় থেকে তিনটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে বিতর্ক ও সংশোধনী প্রস্তাব উত্থাপন করবেন। আলোচনায় থাকছে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন।
প্রধান অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াহিয়া আখতার।
ঢাবি, রাবি, জাবি, জগন্নাথসহ ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ ছায়া জাতীয় আইনসভায় অংশ নিচ্ছেন। আয়োজকরা বলছেন, এই আয়োজন তরুণদের গবেষণা, যুক্তি বিশ্লেষণ ও নেতৃত্বদানে সক্ষমতা বাড়াবে।
আপনার মতামত লিখুন :