• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনায় মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৯:৫৩ পিএম
খুলনায় মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১

খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এদিকে এ দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, আফিলগেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল চলাচল বন্ধ রয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!