• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ-অবরোধ পালন


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৬ এএম
বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ-অবরোধ পালন

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে ৩টি আসন করার সিদ্ধান্তের বিরুদ্ধে মোরেলগঞ্জে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের বিভিন্ন সড়কে সর্বদলীয় সম্মেলিত কমিটির উদ্যােগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এ কর্মসূচি পালন করেন। সকাল সন্ধ্যা এ হরতালে বন্ধ থাকে  সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান,ব্যবসায় প্রতিষ্ঠান, পরিবহন চলাচল। 


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট জেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ৪টি আসনই যথাযথ ছিল। একটি আসন কমিয়ে ৩টি আসন করার মাধ্যমে জেলার জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন  করা হচ্ছে। এ সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী এবং স্থানীয়দের জন্য অযৌক্তিক।


এসময় বক্তারা দ্রুত এ গেজেট বাতিল করে জেলার পূর্বের ৪টি আসন বহাল রাখার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।
 


Side banner
Link copied!