• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:৫৫ পিএম
মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি"প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এ উপলক্ষে আজ রবিবার ৫ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি র‌্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.হাবিবউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার।

এসময় উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. রুহুল আমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ,অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, প্রধান শিক্ষক ইউনুস আলী আকন, মো.আমির হোসেন দুলাল, সুপার আব্দুস সোবহান,প্রধান শিক্ষক মো.বেলায়েতহোসেন,সুপার,বেল্লাল হোসেন,মাওলানা হারু অর রশিদ প্রমূখ। 

 

সভায় বক্তরা উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতা ফিরে পেতে শিক্ষক সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।


Side banner
Link copied!