• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

মতলব দক্ষিণে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:১৭ পিএম
মতলব দক্ষিণে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাঁদপুরের মতলব দক্ষিণে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের পাটন গ্রামে মহিলা সমাবেশে ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও চাঁদপুর ২ আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী । তিনি বলেন এদেশের মা বোনেরাই সবচেয়ে বেশি ধানের শীষে ভোট দিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান । 

 

 বিএনপির নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা ও ইউপি সদস্য আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান , বিএনপির নেতা লোকমান হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক এমএ আজিজ ঢালী, নারায়নপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিয়া মামুন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শামিম হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুয়েল হোসাইন , ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শিফাত, নায়েরগাঁও বাজার কমিটির সাধারন সম্পাদক গোলাম মহীউদ্দিন শামিম প্রমূখ । এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!