চাঁদপুরের মতলব দক্ষিণে ৪দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ।
মতলব পৌরসভার নুরে মদীনা প্রি-ক্যাডেট মাদরাসার আল আমিন সরদার নামের এক ছাত্র সে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। আল আমিন ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়তো। গত বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না ।
নিখোঁজ ছাত্র মো. আল-আমিন সরদারের বাড়ি জেলার হাইমচর উপজেলার গন্ডামারা এলাকার চরভাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের মো. জাহাঙ্গীর সরদার ও আছমা বেগমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন সরদার ৮ অক্টোবর সকাল ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারের ধনাগোদা নদীর উত্তর পাড় খেয়াঘাট সংলগ্ন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
মাদ্রাসা সংলগ্ন প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে মাদ্রাসার অপর এক ছাত্রের জন্য নাস্তা ক্রয় করতে সিরাজ ফরাজীর হোটেলে (মতলব খেয়াঘাটের উত্তরপাড়) যায়। দুইটি পরোটা ও ভাজি দেয়ার অর্ডার করার পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ ছাত্রের চাচা মো. ছানাউল্লাহ সরদার বাদী হয়ে ৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি সালেহ আহমেদ বলেন, নিখোঁজ ছাত্রের চাচা বাদী হয়ে থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :