• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

রায়গঞ্জে ঝড়ো বাতাসে ১২০ হেক্টর আমন ধানের ক্ষতি


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:৫৯ পিএম
রায়গঞ্জে ঝড়ো বাতাসে ১২০ হেক্টর আমন ধানের ক্ষতি

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে ঝড়ো বাতাসে ১২০ হেক্টর আমন ধানের ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ের কারণে ক্ষতির  মুখে পড়েছে কৃষক। কৃষি অফিসের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, রায়গঞ্জে ১৯১৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়। অনুকূল পরিবেশে আমন চাষ শুরু হয় কিন্তু গত শুক্রবার রাতে আচমকা ঝড়ো বাতাসে ধান গাছ পরে যায়।  মোড়দিয়া গ্রামের প্রান্তিক কৃষক প্রশান্ত, রঘুনাথপুর গ্রামের সোহাগ , সরাইদহ গ্রামের সজল রায়, শান্ত তালুকদার,দত্তকুশা গ্রামের আব্দুল মোন্নাফ সহ কৃষকরা জানান, ধান কাটা শুরু করার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ মৌসুমি বৃষ্টিতে ধানে খেত পানির তলিয়ে গেছে।  এতে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি আমরা ।  ঝড়ে আধা পাকা ধান পরে নষ্ট হয়েছে, তা মুঠো করে বেধে দিতেও খরচ। অতিরিক্ত সার প্রয়োগে ধান গাছ বড় হওয়ার কারণে তা হালকা বাতাসে পরে গেছে বলে অনেকে জানান।  ঘুড়কা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিলুর রহমান শাকিল বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি কিভাবে ধান রক্ষা করা যায়। রায়গঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম বলেন, কয়েক গোছা ধান একত্রে বেধে দিলে ক্ষতির পরিমান কমবে।
 


Side banner
Link copied!