• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বাস উল্টে ২০ পুলিশ সদস্য আহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:২২ পিএম
চট্টগ্রামে বাস উল্টে ২০ পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সদর দপ্তরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। 

তারা দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।


সিএমপি সূত্র জানায়, আহত অন্য পুলিশ সদস্যদের দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


Side banner
Link copied!