• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

কুয়ালালামপুরে ভয়াবহ আগুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১১:৫৯ এএম
কুয়ালালামপুরে ভয়াবহ আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ঘটনার পরপরই ধোঁয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক হাসান আস'আরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।


কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।


Side banner
Link copied!