বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহম্মেদ অপু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাদেরকে আমাদের কাছে প্রতিনিধি পাঠাবেন তাদেরকে বিজয়ী করবো। দেশে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে জোয়ার আসছে আমরা ভোটের মাধ্যমে সে জোয়ার কাজে লাগাতে চাই। শরীয়তপুর জেলার ৩টি আসন আমারা ধানের শীষকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপু বলেন বিএনপি ক্ষমতায় আসলে শরীয়তপুরকে আধুনিক ও মডেল শরীয়তপুর হিসেবে গড়ে তুলবো। এখানে রাস্তাঘাট ,ব্রীজ ,কালভার্ট,মেডিকেল কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। তিনি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শরীয়তপুর অভিমুখে যাত্রাকালে জাজিরার নাওডাবা এলাকায়সকাল ১১টায় পথযাত্রা করে এসব কথা বলেছেন।এরপর তিনি জাজিরা টিএনটি মোড়, কলেজ গেট, নশাসন, প্রেমতলা,কোটাপাড়া, ও শরীয়তপুর বাসস্ট্যান্ডের কাছে জনতার উদেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,মহিউদ্দন জিন্টু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :