• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:০৬ পিএম
ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক

ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “দেশকে বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে হলে ভোটের মাঠেই আসতে হবে জামায়াতকে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জয়নুল আবদিন ফারুক বলেন, “নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখার যে চেষ্টা চলছে, তা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না।”

তিনি জামায়াতকে উদ্দেশ করে আরও বলেন, “আপনারা বিএনপির বন্ধু হিসেবে থাকুন। কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো — বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকাই এখন জরুরি।”

নির্বাচনে অংশগ্রহণের সাহস দেখাতে জামায়াতকে আহ্বান জানিয়ে ফারুক বলেন, “সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা সবাই করি, কিন্তু নির্বাচনে না এসে আগে থেকেই বাতিলের কথা বলা টালবাহানা ছাড়া কিছু নয়।”


Side banner
Link copied!