• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে: এ্যানি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৪৪ পিএম
ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে: এ্যানি

বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজিত মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ সময় শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান এ্যানি।

তিনি বলেন, “তারেক রহমান ও বিএনপির কাছে শিক্ষকদের সামাজিক মর্যাদা সবসময়ই গুরুত্ব পেয়েছে। শিক্ষকদের নয়দিন ধরে সুশৃঙ্খলভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই।”

সরকারের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের তিন দফা দাবি হলো—বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে রোববার পুলিশের বাধায় ‘ভুখা মিছিল’ কর্মসূচি পণ্ড হলে শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন। আন্দোলনের প্রতি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাত্মতা জানানো হয়েছে।


Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!