• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

হবিগঞ্জ সূফীবাদী সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:৫৬ এএম
হবিগঞ্জ সূফীবাদী সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ সূফীবাদী সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল (১৮অক্টোবর) ১০টায়  শহরের পুরাতন পৌরসভা এলাকায় অস্হায়ী কার্যালয়ে উক্ত সভা  অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি পীর শাহ মোহিত সরকারের সভাপতিত্বে ও সফল সংগঠক পরহিতৈষী ও পরহিতব্রতী পীর মুফতী আলহাজ্ব মাওলানা কে এম এ ওয়াহাব নাঈমী এর উপস্থাপনায় পবিত্র ক্বোরআন তিলাওয়াত করেন৷ মাওলানা ক্বারী মোহাম্মাদ সাইদুর রহমান. সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব পীর মাওলানা শাহ আব্দুল ওয়াহিদ চিশতী আল্ ক্বাদরী নাঈমী. এডভোকেট আজিজুর রহমান আজিজ.  মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ রব বীরউত্তম গবেষণা পরিষদ হবিগঞ্জ এর সভাপতি আলহাজ্ব ডাক্তার মোহাম্মাদ আবুল লেইছ.  সৈয়দ শাহ অনু মিয়া চিশতী আল্ ক্বাদরী নাঈমী. মাওলানা ক্বারী মোহাম্মাদ আবু তাহের মেম্বার নাঈমী. মাওলানা হাফিজ ক্বারী মোহাম্মাদ আবু জাফর জালালী আল্ ক্বাদরী নাঈমী. হাকিম এ এস এম আমিনুল হক্ব কাদরী.  সাংবাদিক মোহাম্মাদ রহমত আলী.  সাংবাদিক মোহাম্মাদ মুজিবুর রহমান খান. এ এস এন আবদুল মায়িদ. গীতিকার মোহাম্মাদ ইছহাক আলী.  শানখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোহাম্মদ শামসুল হক.আলহাজ্ব পীর মুফতী মাওলানা কে এম এ ওয়াহাব নাঈমী.   বীরমুক্তিযুদ্ধা মোহাম্মাদ  আরব আলী খাঁ.  মাওলানা ক্বারী মোহাম্মাদ হারুনুর রশিদ নাঈমী চিশতী আল্ ক্বাদরী.  মাওলানা ক্বারী মোহাম্মাদ সাইদুর রহমান চৌধুরী.  মাওলানা ক্বারী মোহাম্মাদ শাহ্ জাহান মিয়া চিশতী আল্ ক্বাদরী নাঈমী.এডভোকেট মোহাম্মদ আবদুল বাছিত. মোহাম্মাদ সাইফুর রহমান জয়. মাওলানা ক্বারী মোহাম্মাদ আইনুল হক জিহাদী নাঈমী চিশতী আল্ ক্বাদরী.  মাওলানা ক্বারী মোহাম্মাদ আবদুল কাদির নাঈমী.  পীর শাহ মোশাররফ হোসেন চিশতী আল্ ক্বাদরী নাঈমী. ডাক্তার মোহাম্মাদ দুদু মিয়া নকশবন্দিয়া.  সভায় আগামী ১৪নভেম্ব মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ রব বীরউত্তম এঁর মৃত্যু বার্ষিকীউপলক্ষে আলোচনা সভা ও সংগঠনে সদস্যবৃন্দ এ-র উপস্থিতিতে অভিষেক  অনুষ্ঠিত হবে। 
আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সকলে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করেন।
 


Side banner
Link copied!