• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সঞ্চয়পত্রের সুদ কমানোর পথে সরকার, ক্ষতিগ্রস্ত হবেন লাখো বিনিয়োগকারী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:১৭ পিএম
সঞ্চয়পত্রের সুদ কমানোর পথে সরকার, ক্ষতিগ্রস্ত হবেন লাখো বিনিয়োগকারী

সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল সাধারণ মানুষের জন্য আসছে নতুন ধাক্কা। আগামী বছর থেকে এ খাতে আরও সুদহার কমানোর পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষকে ট্রেজারি বন্ড ও বিলের দিকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে সঞ্চয়পত্রের সুদহার সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ ও সর্বনিম্ন ৯.৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ধীরে ধীরে আরও কমানোর চিন্তায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সরকার এখন এমন নীতিতে কাজ করছে যাতে মানুষ ট্রেজারি পণ্যকে বিনিয়োগের বিকল্প হিসেবে গ্রহণ করে।”

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও সুদহার কমানোর পক্ষে মত দিয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “মূল্যস্ফীতি যেহেতু এখন এক অঙ্কে নেমেছে, তাই সঞ্চয়পত্রের সুদ কিছুটা কমানোই যৌক্তিক।”

তবে অর্থনীতিবিদরা বলছেন, এতে বয়স্ক ও অবসরপ্রাপ্ত নাগরিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর মতে, “সঞ্চয়পত্রের ওপর এককভাবে ভরসা করাটা আর বাস্তবসম্মত নয়, বিকল্প বিনিয়োগ উৎসের কথা ভাবতেই হবে।”

গত অর্থবছরে সঞ্চয়পত্রে নিট বিক্রি ছিল ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা, যা এ খাতে আস্থার সংকটকেই স্পষ্ট করে।


Side banner
Link copied!