
ঢাকার প্রেস ক্লাবে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করেছে। রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এর আগে শিক্ষক নেতারা শহীদ মিনারের দিকে মিছিল করার ঘোষণা দেন, তবে এক অংশ প্রেস ক্লাবে অবস্থান অব্যাহত রাখতে চাইছিল। পুলিশ অবস্থানকারীদের সরাতে অ্যাকশনে যায়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, জনদুর্ভোগ এড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কার্যক্রম চালানো হবে এবং প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :