ডিবিসি নিউজের সিনিয়র ক্যামেরাপার্সন ও খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাসান আল মামুনের পিতা মোহাম্মদ আলী (৯৫) ইন্তেকাল করেছেন।
রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরার ডেল্টা মোড় এলাকায় আব্দুল বারীর বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার যোহরের নামাজের পর ডেল্টা মোড়স্থ মসজিদে জানাজা শেষে পাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, সাংবাদিক হাসান আল মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে শোক প্রকাশ করেছেন—
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা–এর সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
অনুরূপ শোকবার্তা দিয়েছেন বিএফইউজে–এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
আপনার মতামত লিখুন :