• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৫৬ পিএম
হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার ( ২৩  নভেম্বর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে ভারতের কাছে শেখ হাসিনা ফেরতের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চিঠিটি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে শুক্রবার (২১ নভেম্বর)। তবে ঢাকায় ভারতীয় দূতাবাস এখনও চিঠি বা ইমেলের কোনো কপি গ্রহণ করেনি বলে জানা গেছে।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। রায়ে শেখ হাসিনাকে তিনটি অভিযোগের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রেও একই আদেশ এসেছে। অন্যদিকে, সাবেক আইজিপিকে সহযোগিতার স্বীকৃতি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রায় কার্যকর করতে ভারতের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং প্রয়োজনে ফেরত সংক্রান্ত প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।


Side banner
Link copied!