• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন-২০২৫, বিজয়ী প্রার্থী যারা


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৯ পিএম
শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন-২০২৫, বিজয়ী প্রার্থী যারা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) সাল পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।গত ২১ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত শরীয়তপুর সদর পৌরসভার অডিটরিয়ামে শরীয়তপুর ইউনিট রেড ক্রিসেন্ট  সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটারদের ভোটগ্রহণ চলে।শরীয়তপুর জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির মোট ভোটার সদস্য সংখ্যা ৮২৪।সুশৃঙ্খলভাবে নির্বাচনকে সম্পূর্ণ  করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডিসি জেনারেল মোহাম্মদ ইমরুল হোসেন,নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অনিক ঘটক চৌধুরী,মোহাম্মদ গোলাম মোস্তফা।প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাস্টার আলী আকবর মিয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির কার্যনির্বাহী  কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন  এডভোকেট হেলাল উদ্দিন আখন্দ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল হোসেন সরদার ১৪২ ভোট পান।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী।সহ-সভাপতি পদে ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ মজিবর রহমান মাদবর,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মাওলানা খলিলুর রহমান ১৬৯ ভোট পান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা  করেন ১৫ জন প্রার্থী।পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছেন,আলী আহমদ মোল্লা ৩৪০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন,৩২০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোঃ রিংকু তালুকদার,৩১২ ভোট পেয়ে তৃতীয়  স্থান অধিকার করেছেন বিএম কামরুল হাসান,৩০২ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন মোঃ জাহাঙ্গীর আলম (বাবুল),২৪৫ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেনএডভোকেট এনামুল হক।
 


Side banner
Link copied!