• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রাহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৮ পিএম
সিরাজগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

সিরাজগঞ্জে প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ নভেম্বর ) বিকেল ৩ টায় শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মো.আমিনুল ইসলাম বলেন - সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ উন্নয়নের সম্ভবনা, সমস্যা ও  আইনশৃঙ্খলা বিষয় পর্যালোচনাসহ আসন্ন সংসদীয় নির্বাচনে সমস্যা নিরশন বিষয়ে সাংবাদিক ও সচেতন মহলের সহযোগীতার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন -অতিরিক্ত জেলা প্রশাসক গণপুত রায়, স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম, সদর নির্বাহী অফিসার মনোয়ার হোসেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন -অর- রশিদ খান হাসান, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার বাবু ইসলাম,দৈনিক  বাংলাদেশ  প্রতিদিন জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, স্টার নিউজ জেলা প্রতিনিধি সঞ্জয়, দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যুরো প্রধান শেখ এনামুল হক, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, ইনডিভেন্টডেন্ট জেলা প্রতিনিধি দিলীপ কুমার গৌড়, যমুনা টিভি জেলা প্রতিনিধি রুবেল আহমেদ, এখন টিভি জেলা প্রতিনিধি রিংকু কুন্ড, দেশ টেলিভিশন জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ প্রমুখ।
মত বিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!