গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে তিনি একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৮ অক্টোবর) এ নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওই দিন থেকেই এ আদেশ কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে রিজার্ভে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণপূর্ত অধিদপ্তরের সূত্রে জানা গেছে, শামীম আখতার আগামী ডিসেম্বর মাসে অবসরে যাওয়ার কথা থাকলেও তাকে মেয়াদপূর্তির দুই মাস আগে রিজার্ভে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় শামীম আখতারের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও পদোন্নতি বঞ্চনার অভিযোগ ওঠে। উন্নয়ন ও মেরামত কাজের নানা প্রকল্পে অনিয়ম প্রমাণিত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র।
নতুন প্রধান প্রকৌশলী হিসেবে খালেকুজ্জামান চৌধুরীর নিয়োগে গণপূর্ত অধিদপ্তরে নতুন প্রশাসনিক পরিবর্তনের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :