
আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাবে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে। রোববার তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। তবে অভিযানে আফগান বাহিনীর ২০-এর বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।
এর আগে হেলমান্দ প্রদেশের বাহরামপুরে আফগান বাহিনী ১৫ পাকিস্তানি সেনা নিহতের খবর দিয়েছিল। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান। তালেবান হামলার লক্ষ্য ছিল সীমান্তবর্তী পাকিস্তানি পোস্টগুলোতে প্রভাব বিস্তার করা।
পাকিস্তান এখনও এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, পাকিস্তানি সীমান্তে হামলার জবাবে আফগান তালেবানের কিছু চৌকি দখল ও ধ্বংস হয়েছে বলে সংবাদমাধ্যমে জানা গেছে। উভয় পক্ষই সীমান্ত নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা তৎপরতায় সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :