
বন, বন্যপ্রানী ও জীববৈচিত্র সংরক্ষনে উদ্বুদ্ধকরণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাও চা বাগানের পাশে ইসমাইল মুন্সি হাই স্কুলে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ মাহমুদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকতার্ সাবরীনা ছায়ীদা শিমু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ কমর্ীর্ রবি কোষ্টা, নাসির খান, স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি ছিলেন বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকতার্ সাবরীনা ছায়ীদা শিমু বলেন মাছভিত্তিক খাদ্যাভ্যাসের কারণে মেছোবিড়াল একটি মেছোবিড়াল তার পুরো জীবনে শুধু ইঁদুর খেয়ে ৫০ লাখ টাকার বেশি মূল্যের ফসল রক্ষা করে। সাধারণত ৯ থেকে ১২ বছর বাঁচে, আর দিনে গড়ে ৬ থেকে ১০টি ইঁদুর ধরে খায়। তাহলে একটি মেছোবিড়াল যদি গড়ে ১০ বছর বাঁচে এবং গড়ে প্রতিদিন সাতটি করে ইঁদুর খেয়ে থাকে, তাহলে সে তার ১০ বছরের পুরো জীবনে মোট ২৫ হাজার ৫৫০ টি ইঁদুর খেয়ে থাকে। তাহলে এই একটি মেছোবিড়াল তার পুরো জীবনে ৫০ লাখ টাকার বেশি মূল্যের ফসল রক্ষা করে শুধু ইঁদুর খেয়ে।
উল্লেখ্য পাখির ২০টি কলোনী ছিল। কিন্তু শিকারীদের আক্রমণের কারণে কলোনী ধ্বংসের পথে। আইন থাকলেও পাখি নিধন বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেই। এ কারণে দেশ থেকে নানা প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে।
আপনার মতামত লিখুন :