বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। রাত আড়াইটার দিকে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের ভেতরে কেরানীনগর এলাকায় সন্দেহজনক অবস্থায় মালিকবিহীন ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক জানান, জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তীতে আইন অনুযায়ী ধ্বংস করা হবে।
বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার দমন করতে কুমিল্লা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :