• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:১৮ পিএম
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দু’পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ডা. লোটজ ডা. শফিকুর রহমানের শারীরিক সুস্থতা কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বের প্রতি জোর দেন। উভয়পক্ষ বাংলাদেশের নারী অধিকার, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার আশাবাদও ব্যক্ত করা হয়। জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!