
সেবাগ্রহীতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন,“জনমানুষের হয়রানি কমাতে এবং সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের হাতে যে সংস্কারগুলো হচ্ছে, তা ভবিষ্যৎ সরকারকেও কর ব্যবস্থাপনা সহজ করতে সহায়তা করবে।”
এসময় তিনি কর আইনজীবীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবাগ্রহীতাদের পাশে থাকার অনুরোধ জানান।
অন্যদিকে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল সম্পূর্ণভাবে অনলাইনে বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে চলতি বছরেই করদাতাদের সুবিধার্থে একটি কর অ্যাপস চালু করা হবে।
তিনি আরও বলেন, “কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
আপনার মতামত লিখুন :