• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

টানা ৩ দফায় কমলো স্বর্ণের দাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:৩৫ পিএম
টানা ৩ দফায় কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমানো হলো স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা। এ নিয়ে তিন দফায় মোট ১৩ হাজার ৯৯ টাকা কমানো হলো।

সোমবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হচ্ছে এ দাম।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা, আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে বলেও জানানো হয়।

এর আগে গত ২৬ অক্টোবর বাজুস ভরিপ্রতি ১ হাজার ৩৯ টাকা কমিয়েছিল। এ নিয়ে চলতি বছর ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৮ বার বেড়েছে, কমেছে ২১ বার।

একইসঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিপ্রতি ১ হাজার ২২৪ টাকা কমে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা।

চলতি বছর এটি রুপার দামের নবম সমন্বয়—যার মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।


Side banner
Link copied!