রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে হবিগঞ্জে অভিযান চালিয়েছে র্যাব। অবৈধভাবে টিকিট কেনার দায়ে ৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ রেল জংশনে র্যাব–৯ এর সিপিসি–৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জে একটি চক্র রেলের টিকিট সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করে আসছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
অভিযানে অবৈধভাবে টিকিট কেনার সময় রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়াকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, টিকিট কালোবাজারি বন্ধে এমন অভিযান চলমান থাকবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :