• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর ও নিরপেক্ষ — জার্মান রাষ্ট্রদূতকে আশ্বাস প্রধান উপদেষ্টার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:১২ পিএম
জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর ও নিরপেক্ষ — জার্মান রাষ্ট্রদূতকে আশ্বাস প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়া যেন অবাধ ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি এবং আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

রাষ্ট্রদূত রুডিগার লোটজ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও জুলাই মাসের ঘোষিত জাতীয় সনদের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে দেখা সত্যিই ইতিবাচক। গণতান্ত্রিক অংশগ্রহণের এই ধারা উৎসাহব্যঞ্জক।”

প্রধান উপদেষ্টা জানান, “জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একত্রে এনে যে জাতীয় সনদে স্বাক্ষর করিয়েছে, সেটি দেশের ইতিহাসে ঐক্য ও পরিবর্তনের এক অনন্য দৃষ্টান্ত।”

এ সময় উভয়ে রোহিঙ্গা সংকট, উচ্চশিক্ষা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “ইউরোপে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আমরা আশা করি, দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।”


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!