• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

“দেশের জন্য কিছু করার শেষ সুযোগ এটি”— সংলাপের শুরুতে আবেগঘন বক্তব্য সিইসির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:২৬ পিএম
“দেশের জন্য কিছু করার শেষ সুযোগ এটি”— সংলাপের শুরুতে আবেগঘন বক্তব্য সিইসির

“দেশের জন্য কিছু করার জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি এবারের নির্বাচনকে”— এমন আবেগঘন বক্তব্য দিয়ে নির্বাচনী সংলাপের সূচনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি জানান, জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় কমিশন, আর এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, “ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া হয়, সেই জায়গাগুলো চিহ্নিত করতে সাবেক কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছি— যেন তা আর না ঘটে।”

১৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নিয়েছেন ১১ জন সাবেক নির্বাচন কর্মকর্তা। সিইসি অংশগ্রহণকারীদের ‘কোয়ালিটি পার্টিসিপেন্ট’ আখ্যা দিয়ে বলেন, তাদের অভিজ্ঞতা থেকেই আগামী নির্বাচনের পরিকল্পনা সাজানো হবে।

ইসি জানিয়েছে, ধারাবাহিক এই সংলাপের পর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনায় বসবে কমিশন।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!